চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ১


কক্সবাজারের চকরিয়া বানিয়ারছড়া স্টেশনে ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়।
নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন বানিয়ারছড়া পুলিশপাড়ীর সার্জেন্ট নুরে আলম। অপর জনের পরিচয় এখনো পাওয়া যায় নি।
নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও রয়েছেন। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরহাট গ্রামের মরহুম মৌলানা আব্দুস শুকুরের স্ত্রী। অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বানিয়াছড়া পুলিশপাড়ীর সার্জেন্ট নুরে আলম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা চট্টগ্রামের লোহাগাড়া যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় কক্সবাজারমূখী একটি মালবাহী গাড়ি (কভার্টভ্যান) পিছনদিক থেকে ধাক্কা দিলে তিনজনই গাড়ির সামনে পড়ে যান।
ঘটনাস্থলে ২ জন নিহত হয় অপর জনকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ির চাপায় নিহতদের পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিতে কষ্ট হচ্ছে। গাড়িটি পুলিশ জব্ধ করছে।