ধনবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭ পিএম, শুক্রবার, ২০ জুলাই ২০১৮ | ৫৩৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে ।

জানাযায়, ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামের মৃত: হাবিবুর রহমান এর ছেলে আ: লতিফের ৫ বিঘা জমির পুকুরে পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে শুক্রবার ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ কারী আ: লতিফ জানায়, আমার ৫ বিঘা জমিতে পুকুর দিয়ে ধনবাড়ী উপজেলা মৎস্য অফিসের নির্দেশনায় মাছ চাষ করতেছি। আমি রুই, কাতলা, মৃগেল, সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম । এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একই এলাকার মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন গংরা রাতের আধাঁরে বিষ প্রয়োগ করেছে । এতে আমার পুকুরের সকল মাছ মরে শুক্রবার সকালে ভেসে উঠে। তাতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে । আমার একমাত্র আয়ের উৎস এই মৎস্য চাষ থেকে ছেলের লেখাপড়া সহ সংসারের সকল খরচের ভ্যায়ভার বহন করতাম। এখন আমি পথে বসে গেছি যারা আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে আমি তাদের সঠিক বিচার দাবী করছি।

এ ঘটনায় ১ নং বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মাদ আল ফরিদ ও বীরতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজ্জাম্মেল হক মন্টু ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আ: লতিফ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়েরে করেন। অভিযুক্তরা হলেন বাঁশনিয়োগী গ্রামের মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন(৪৫), সুনীল(৩৭), মোজাম্মেলের ছেলে মামুন(৩১), কাফির ছেলে হারুন ওরফে (হারন চুরা)(৩৯)।  বিবাদীদের বাড়ীতে কথা বলতে গেলে কাউকে বাড়ীতে পাওয়া জায়নি।