নন্দীগ্রামে ছুরিকাঘাতে নারী শ্রমিক খুন


বগুড়ার নন্দীগ্রামে রাতের আধারে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে কিরনী (৪৫) নামে এক নারী শ্রমিক কে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ আরো জানিয়েছে, কালিকাপুর গ্রামের সুরেশ চন্দ্র ও তার স্ত্রী কিরনী প্রতিদিনের ন্যায় সারাদিন কাজ শেষে রাতের খাবার খেয়ে এক সাথে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে কে বা কাহারা ঘরে প্রবেশ করে সুরেশ চন্দ্রের স্ত্রী কিরনী কে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এরপর তার চিৎকারে স্বামী সুরেশ চন্দ্র সহ আশে পাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ নিহতের স্বামী সুরেশ চন্দ্র কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।