বাগাতিপাড়ায় প্রতিবন্ধি স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৪১২

নাটোরের বাগাতিপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক-শ্রবণ ও অটিস্টিক-বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের নিজস্ব জমিতে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবুল কালাম।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আকতার, সহকারী কমিশনার ভ‚মি মেরিনা সুলতানা, উপজেলা প্রকৌশলী এএসএম শরিফ খান, মৎস কর্মকর্তা নূর কাজমীর জামান খান, ওসি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা ।

এলজিইডি ও জাইকা’র অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চার কক্ষ বিশিষ্ট এই ভবনের বরাদ্ধ হয়েছে প্রায় ১৪ লাখ টাকা।