মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫২ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৬০৯

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলতি এইচএসসি পরীক্ষায়ও শতভাগ জিপিএ-৫ পেয়েছে। কলেজ থেকে ৫০তম ব্যাচের ৫০জন ছাত্র বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে এবং সকলেই জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্ররা হলো মো. সাব্বির হোসেন, ইসতিয়াক সামিউল, মো. আবরার জাহিন, এরফান হোসেন পায়েল, আবির হোসেন, আনন্দ ঘোষ পার্থ, মো. আবতাবুজ্জামান আবেশ, আলী আহসান মো. সাইফুল্লাহ, মো. শফিউর রহমান, মো. মেহরাব হোসেন রাফিদ, মশিউর রহমান, মেহরাব আল ইনজামাম, মোহাম্মদ শাহরিয়ার হোসেন, ইসতিয়াক আহমেদ হৃদয়, জাওয়াদুল ইসলাম, ইশরাক হামিদ কার্থক, মো. সাব্বির হোসেন, আহসানুল ইবাদ রাদিফ, মাহফিজুল ইসলাম, তানজিদ আহমেদ, মো. মেহেদী হাসান, মো. রাইয়ানুর রহমান, ফজলে রাব্বি তাইমুর, মেরাজ বিন সাইফুল, মো. আতিক ইসতিহার, মুশফিকুর রহমান আনোয়ার, মো. সাব্বির আলম, ফুয়াদ রহমান, বুলবুল আহমেদ, আলিফ রাফিসইবনে মাতিন, শুভ্রত কর্মকার, নাফিস আহমেদ, সাদ্দাম জরিফ, তুর্জ মলি­ক, এম আসিফ কাদির সিহাব, তেসিন রহমান রামি, শাশওয়াতা সাহা, মো. তৌসিফ হোসেন খান, মো. শাহরিয়ার কবির, মো. ইব্রাহিম খলিল, শামসুদ্দিন মোহাম্মদ ইমন, মো. পেচি রহমান নিয়ন, মো. তানজিমূল হোসেন হাওলাদার, মো. আব্দুল­াহ রাজন, মো. রেজোয়ান হোসেন, ফাইজুল্লাহ আবিদ, মো. সাব্বির জামান সজিব, নাফিজ হাসান তন্ময়, আহনাফ তাহমিদ ফাহিদ ও সৈয়দ ওয়ালি উল্লাহ অলি।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী এবং এডজুটেন্ট মেজর মালেক বলেন নিয়ামানুবর্তিতা, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সুন্দর ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।