বাসাইলে শাড়ির দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪২ পিএম, বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ৪৩৫

টাঙ্গাইলের বাসাইল বাজারের লক্ষী বস্ত্রালয়ের শাড়ির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১১ জুলাই দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় দোকানের তালা খুলে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয় চোরেরা।

জানা যায়, বাসাইল বাজারে অবস্থিত লক্ষী বস্ত্রালয় দোকানটি প্রতিদিনের ন্যায় ওইদিনও তালা লাগিয়ে দোকান বন্ধ করা হয়। ওইদিন রাতে দোকানের তালা খুলে চোর প্রবেশ করে। এসময় বিভিন্ন প্রিন্টের প্রায় ১০ লাখ টাকার শাড়ি লুট করে নেয় তারা। এঘটনায় দোকানের মালিক গোপাল চন্দ্র সাহা বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

দোকানের মালিক গোপাল চন্দ্র সাহা বলেন, ‘দোকানের তালা খুলে চোরেরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। মূলত প্রহরীদের অসচেতনার কারণেই এ ঘটনাটি ঘটেছে।’

ওইদিন রাতে শঙকর দাস ও রিপন মিয়া নামের দুইজন এ বাজারের পাহারায় ছিল। রিপন মিয়া জানায়, ওইদিন রাতে দোকানগুলোর তালা চেক দিয়ে শরীর অসুস্থ্য থাকার কারণে আগে ভাগেই ঘুমিয়ে পড়েছিলাম। গুরুত্বপূর্ণ বাজারে মাত্র আমরা দুইজন প্রহরী রয়েছি। এ বাজারে প্রহরী বাড়ানো প্রয়োজন।

ব্যবসায়ীরা জানান, এর আগেও এ বাজারে একাধিক চোরের ঘটনা ঘটেছে। বাসাইল থানা প্রাচীর ঘেষেই এ বাজারটি। তারপরও বার বার দোকানগুলোতে চুরির ঘটনা ঘটেই চলছে। বিষয়টি নিয়ে এ বাজারের ব্যবসায়ীরা চুরির আশংকায় আতঙ্কে রয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘এ বিষয়ে দোকানের মালিক একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’