কালিহাতীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ৯৮৭

টাঙ্গাইলের কালিহাতীতে ১২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীরা উপজেলা সদরের কালিহাতী মুন্সিপাড়া গ্রামের মৃত. জোয়াহের আলীর ছেলে শহিদুল ইসলাম দাউদ(৪২), এবং দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে সুজন সরকার(৩৫)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সূত্র জানায়, সিপিসি-৩ টাঙ্গাইল কমান্ডার মেজর মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী সদরে সেটেলমেন্ট অফিসের সামনে থেকে ইয়াবা বিক্রি করার সময় ১২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-১২।

র‌্যাবের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদক মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।