সাপাহারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ৪৬৮

নওগাঁর সাপাহারে আমিনা খাতুন নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ।

জানাগেছে রবিবার সন্ধ্যায় উপজেলার বাগডাঙ্গা গ্রামের আমিনের মেয়ে তার নিজ বাড়িতে পরিত্যক্ত দ্বিতীয় তলায় গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছে । দীর্ঘ সময় আমিনা খাতুন কে না পেয়ে তার বাবা মা খোঁজা-খুজিঁ শুরু করে অনেক খোঁজা খুজির পর দু-তলার পরিত্যক্ত ঘরে দেখা যায় ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনাটি নিশ্চিত করে বলেন সাপাহার থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে ।