টাঙ্গাইলে নয় দিন ব্যাপী রথ যাত্রা উৎসব শুরু


টাঙ্গাইলে নানা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নয় দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। ১৪ জুলাই শনিবার বিকেলে টাঙ্গাইল ইস্কন মন্দিরের উদ্যোগে সাবলিয়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।রথ যাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
টাঙ্গাইল ইস্কন মন্দিরের সভাপতি বিশ্বনাথ সাহা’র সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), পৌরসভার কাউন্সিলর মো. ওবায়েদুল করিম বাবলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সাধন চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্কনের অধ্যক্ষ শ্রীধর দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্রী জয়কৃষ্ণ সাহা। আলোচনা শেষে সাবালিয়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষিন করে কাগমারী ইস্কন মন্দিরে গিয়ে পৌঁছায়। এসময় শোভাযাত্রায় অতিথিবৃন্দ এবং হাজারো সনাতনধর্মাবলম্বীরা অংশ নেয়।
এছাড়া এর আগে সকালে শ্রী শ্রী বড় কালিবাড়ীর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গনে পুজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়।আগামী ২২জুলাই রবিবার পর্যন্ত মন্দিরগুলোতে পুজার্চ্চনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ঐদিন উল্টো রথটানের মধ্যদিয়ে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শেষ হবে।