রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | ৫৫০

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পথচারী।

বৃহস্পতিবার সকালে কাউনিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুস সাত্তার সাক্কু (৫৫), আবুল কালাম (২৫) ও সোলেমান (২৮)।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ জানান, সকালে একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। পথে কাউনিয়া রেলক্রসিং এলাকায় কুড়িগ্রামমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলেই দুজন এবং কাউনিয়া হাসপাতালে নেয়ার পর আরও এক আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।