এনসিটিএফ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ পিএম, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | ৫৪৫

টাঙ্গাইলে ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

১৪ জুন সকালে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে ৬৫ জন শিশুকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ।

বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইলের জেলা শিশু সংগঠক গোলাম মোস্তাফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইলের জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক তরুণ ইউসুফ, ডেমোক্রেচি ওয়াচের জেলা সমন্বয়কারী শামীম আল মামুন এবং নৃত্য প্রশিক্ষক মৌসুমি ইউসুফ। এসময় জেলা এনসিটিএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।