মেধাবী ১২ শিক্ষার্থীকে পুরষ্কৃত করলেন প্রধানমন্ত্রী


রোববার (৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীর মেধা অন্বেষণ পুরস্কার-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এসময় বঙ্গবন্ধুর চীন ভ্রমণ নিয়ে আরো একটা লেখা প্রস্তুত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যা দ্রুতই প্রকাশ করা হবে। বিশ্বের অন্য দেশের চেয়ে এদেশের শিক্ষার্থীদের বেশি মেধাবী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতায় অংশ নেয়া ১০৮ শিক্ষার্থীর মধ্য থেকে ১২ জনকে পুরস্কার ও এক লাখ টাকা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৮ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করতে ২০১৩ সালে চালু হয় সৃজনশীল প্রতিযোগিতা।
অনুষ্ঠানে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার চিন্তা-চেতনার কথা তুলে ধরেন বিজয়ী শিক্ষার্থীরা। অন্যদিকে মেধা মনন কাজে লাগিয়ে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ গড়ে তুলতে নিজ দর্শনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।