কালিহাতীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ৪৮৯

টাঙ্গাইলের কালিহাতীতে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন।

জানা যায়, ১৮ সেপ্টেম্বর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এস আই কুতুব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বল্লা মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তার উপরে ইয়াবা বিক্রির সময় ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামীরা হল বল্লা পশ্চিম পাড়ার মোঃ লিটন মিয়া (৩২), সুজন আহম্মেদ (২৪), মোঃ সোহেল রানা (২৩), মোঃ রুবেল মিয়া (৩৮)। আসামীদের বিরুদ্ধে মাদক নির্মূূল আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।