ফেনীতে বাসচাপায় শিশুর মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮ | ৪৭০

ফেনীর দাগনভূঞার বেকের বাজারে আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনের নীচে চাপা পড়ে রুহুল আমিন (৯) নাম এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় আমিন উল্যাহ ইসলামিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র ও দাগনভূঞার উত্তর আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে বেকের বাজার এলাকা দিয়ে শিশু রুহুল আমিন রাস্তা পার হচ্ছিল। এসময় চট্রগ্রাম থেকে রায়পুরগামী জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।