মাভাবিপ্রবি টেক্সটাইল অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, শনিবার, ২ জুন ২০১৮ | ৬৯৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত আড্ডা রেঁস্তোরায় এক ইফতার মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শাহিন উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিকী, মোঃ আব্দুল্লাহ আল মামুন ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মোঃ হারুন অর রশিদ।

বিভাগের নবগঠিত প্রথম অ্যালামনাই নির্বাচনে সভাপতি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী সুব্রত চন্দ্র দাস এবং সাধারন সম্পাদক পদে দ্বিতীয় ব্যাচের অমিত সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাফায়াত আরেফিন ও মোঃ মিজানুর রহমান এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন, সহকারী সাধারন সম্পাদক পদে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম রনি ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুহসিন আলম, কোষাধক্ষ্য পদে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মাহবুবুর রহমান, সাংগাঠনিক সম্পাদক পদে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ শরিফুর রহমান রাকেশ, সহকারী সাংগাঠনিক সম্পাদক পদে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলাম শেখ, আন্তজার্তিক সম্পর্ক সম্পাদক পদে প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত ইদ্রিস, সহকারী আন্তজার্তিক সম্পর্ক সম্পাদক পদে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মুসফিকুর রহমান খান, প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশনস সম্পাদক পদে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ রিয়াজ উদ্দিন রিপন, সহকারী প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশনস সম্পাদক পদে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী এস.এম. জুম্মান, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী এ.কে.এম. আয়াতুল্লাহ হোসনে আসিফ ও সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে একই ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ ইন্তেখাব, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক পদে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মোঃ মফিদুল ইসলাম রাব্বি, সাংস্কৃতিক ও খেলাধুলা সম্পাদক পদে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী কিশোর ভৌমিক, সহকারী সাংস্কৃতিক ও খেলাধুলা সম্পাদক পদে একই ব্যাচের শিক্ষার্থী সোহাগ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক পঞ্চম ব্যাচের শিক্ষার্থী তনয়া শহিদ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সপ্তম ব্যাচের শিক্ষার্থী ইসরাত পারভীন, অফিস সম্পাদক পদে চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রুহুল আমিন এবং সহকারী অফিস সম্পাদক পদে সপ্তম ব্যাচের শিক্ষার্থী শেখ আহমেদ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু জামির আলো ও মোহাম্মদ সোহরাব হোসাইন, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শরিফ হাসান, মাহবুব মোর্সেদ খান, মোঃ সোহান পারভেজ ও মোঃ এনামুল হক নিজাম, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ জায়েদুল হাসান ও মোঃ আসাদ-উদ-জামান, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ তাওহিদ আনোয়ার সানি ও এনজায়েদ হোসাইন নাঈম, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী রতন কুমার ভৌমিক, মোঃ হানিফ আহমেদ, মোঃ রাইহান উদ্দিন, এস. এম. আসিফ বিন আসগর, শাহিন কিবরিয়া ও ফজলুল হক, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী কল্লোল সরকার, তারিকুল ইসলাম, এম. আই. নোমান, মোরসালিনা ইসলাম কথা এবং সপ্তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল হামিদ, রকেট হোসাইন ও জান্নাতুন নাঈম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ সাফায়াত আরেফিন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা ও ক্যাম্পাসের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অ্যালামনাই এসোসিয়েশনের বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো নিউক্লিয়াসের মতো, শিক্ষার্থীরা যেখানেই থাকুক না কেন বিশ্ববিদ্যালয়ের প্রতি ভাবাবেগ কোনদিনও কমবে না।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে শিক্ষার্থীদেরকে একত্রিত হওয়ার আহবান জানান ভাইস চ্যান্সেলর।

নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ। এসময় তিনি বলেন, অ্যালামনাই এসোসিয়েশন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী ভ্রাত্বের বন্ধন হিসেবে কাজ করে। অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রেখে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে সাহায্য করে।

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাকার্যক্রম শুরু হয় ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে। এ পযর্ন্ত সাতটি ব্যাচের শিক্ষার্থীরা অ্যালামনাই হিসেবে দেশ বিদেশে প্রতিভার স্বাক্ষর রেখে চলছে।