কালিহাতীতে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক মাহবুব (১৫)কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। ধর্ষক মাহবুব একই গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। মাহবুব ঘটনার পর থেকেই পলাতক ছিল।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনসুর আলী আরিফ এর নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এসআই মাহাবুল ইসলাম, এসআই আব্দুল হামিদ ও এএসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়া এলাকা থেকে পলাতক ধর্ষক মাহবুব কে গ্রেফতার করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন সকালে ধর্ষক মাহবুবের নিজ বাড়ীর উঠানে শিশুটি খেলাধুলা করছিল এমন সময় মাহবুব কবুতর ধরার কথা বলে শিশুটিকে তার ঘড়ের ভিতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ধর্ষিত শিশুটির বাবা আশরাফ আলী বাদী হয়ে গত ৯ জুন কালিহাতী থানায় মালতী গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মাহবুব কে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মাহবুব পলাতক ছিল।