গ্রামের দাম ২২৫ কোটি টাকা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৫০০

যুক্তরাজ্যের একটি সম্পূর্ণ গ্রাম বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দাম ধরা হয়েছে ২ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২৫ কোটি টাকা।

স্কাই নিউজের খবরে বলা হয়, ব্রিটেনের নর্থ ইয়র্কশায়ারে অবস্থিত গ্রামটিতে ৪৩টি বাড়ি, ২৩টি রাজকীয় শয়নকক্ষ এবং একটি বড় মদের দোকান রয়েছে। পাশাপাশি আরও পাওয়া যাবে ২ হাজার একরের কৃষি জমিসহ একটি পেট্রোল পাম্পও।

ওয়েস্ট হেসলারটন গ্রামটি দীর্ঘ ১৫০ বছর ইভ ডনের পরিবারের মালিকানাধীন ছিল। গ্রামটির সর্বশেষ মালিক ৫ বছর আগে মারা গেছেন। মৃত্যুকালে ইভের বয়স হয়েছিল ৮৪ বছর। কিন্তু মারা যাওয়ার সময় কোনো উত্তরাধিকারী রেখে যেতে পারেননি তিনি।

বিক্রয় প্রতিনিধিরা স্কাই নিউজকে জানান, সমুদ্র সৈকত থেকে আধা ঘণ্টা গাড়ি চালিয়ে গ্রামটিতে যেতে হয়। তাছাড়া অনেক মজার মজার জিনিস রয়েছে তাতে।

বিক্রয় প্রতিনিধি টন ওয়াটস জানান, ‘বিক্রয়ের ঘোষণা দেওয়ার পর থেকে আমার কাছে একাধিক ফোন কল এসেছে। এ পর্যন্ত ৫০ জনের কাছে পূর্ণাঙ্গ তথ্য পরিবেশন করা হয়ে গেছে।’ তবে নতুন মালিকের কয়েকটা ঘর নতুনভাবে সাজিয়ে নিতে হবে।

ইভের বোন ভেরেনা এলিয়ট স্কাই নিউজকে জানান, গ্রামটি পরিপূর্ণ বিশ্বস্ত ও ভালো মানুষ দিয়ে গড়া। তার বোন একটি কঠিন বন্ধনের সমাজ তৈরি করেছিলেন।