কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০১ পিএম, সোমবার, ৯ নভেম্বর ২০২০ | ৩৯৩

গাজীপুরের কালিয়াকৈরে একটি ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকালে কালিয়াকৈর পৌরসভাস্থ ছত্তার গেইট এলাকার মোশারফ হোসেনের ভাড়া বাড়ি থেকে গৃহবধূ লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যাক্তি হলেন রাজশাহী জেলার মেহেরপুর থানার নুর মোহাম্মদের স্ত্রী ফাতেমা বেগম (২৯)। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে পাশের রুমের এক ব্যাক্তি নিহত ফাতেমার ঘর বদ্ধ থাকায় দরজা ঠকঠক করলে ভেতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজনদের বলেন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশ খবর দেয়।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে কম্বল দিয়ে জরানো অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক এসআই   মোরশেদ আলী মোল্লা বলেন মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।