মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ | ৪৭২

শপথ নিলেন টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাযতনে এই শপথ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে অনুষ্ঠিত মির্জাপুরের ৮ ইউনিয়নের ১০৪ জন নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নিয়েছেন বলে জানা গেছে।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম প্রমুখ।

প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ৮ ইউপির ২৪ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭২জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি ৮ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপে মির্জাপুরের ৮ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।