নাগরপুরে দোকানে দুর্ধর্ষ চুরি, ৮ লাখ টাকার মালামাল খোয়া

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১১ পিএম, বুধবার, ২৭ জুন ২০১৮ | ৪৫৩

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে এক মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই দোকানির সাড়ে ৮ লাখ টাকার মোবাইল হ্যান্ডসেট খোয়া গেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে যে কোন সময়ে টাঙ্গাইল-আরিচা রোডের একুশে টেলিকমে। ক্ষতিগ্রস্থ ওই দোকানি হচ্ছে, ওই বাজারের একুশে টেলিকমের স্বত্তাধিকারি বিপ্লব বাকালি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ক্ষতিগ্রস্থ দোকানি বিপ্লব বাকালি জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় দোকানদারি সেরে নিয়মিত দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।

বুধবার সকাল ৯ টার দিকে দোকান খুলতে গেলে দোকানের কলাপসিবল গেট ও সাটার খোলা অবস্থায় দেখতে পাই। পরে আশ পাশের দোকানদারদের ডেকে ঘরের ভিতরে গেলে দোকানের মারামাল চুরি হওয়ার বিষয়টি অবগত হই।এ সময় বিপ্লব বাকালি চুরির বিষয়টি স্থানীয় বনিক সমিতি ও নাগরপুর থানাকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।


এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, একুশে টেলিকমে চুরির ঘটনায় খবর পেয়ে তৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। যথাশীঘ্রই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।