মির্জাপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৯ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ৩৬১

টাঙ্গাইলের মির্জাপুরে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১১শ মিটার দৈর্ঘ্য একটি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের হলিদ্রাচালা গ্রামে এই রাস্তা পাককরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

এ উপলক্ষে হলিদ্রাচালা গ্রামে এক আলোচনাসভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেযারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আশরাফ খান, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূইয়া ঠান্ডু, পশ্চিমের সভাপতি হযমায়ুন কবির, গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমানা খান প্রমুখ।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গোড়াই ইউনিয়নের হলিদ্রাচালা বিপ্লব মাহমুদ উজ্জলের জমি হতে রাজাবাড়ি বাজার পর্যন্ত ১১০০ মিটার রাস্তা পাকাকরণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। টাঙ্গাইল জেলা সদরের আকুর টাকুরপাড়ার মেসার্স সাফিন টেডার্স কাজটি বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন।