প্রায় হাতাহাতি হতো সঞ্জয়-ঋষির মধ্যে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৪৪৭

দিন যত এগোচ্ছে, পরতে পরতে আকর্ষণের যাবতীয় মশলা চারিদিকে ছড়িয়ে পড়ছে ‘সঞ্জু’র। ছবির কল্যাণে ইতিমধ্যেই কমবেশি সবাই জেনেছেন, সঞ্জু বাবার জীবনের ঘটনা।

সঞ্জুর বায়োপিকে কোন ঘটনা থাকবে, কোনটা থাকবে না… এবার তাই নিয়ে চলছে জল্পনা। যেমন, একসময় বান্ধবী টিনা মুনিমকে নিয়ে নাকি প্রায় হাতাহাতি কাণ্ড হয়েছিল সঞ্জয় দত্ত-ঋষি কাপুরের মধ্যে।

শুধুমাত্র সন্দেহের বশে ওই সময় কাপুর ম্যানসনে হাজির হয়ে ঋষি কাপুরকে মারধর শুরু করেন সঞ্জয়। কপালজোরে কাপুর বাড়িতে ওই সময় ছিলেন নীতু সিংও। মারমুখী সঞ্জয়কে থামাতে ঘটনাস্থলে হাজির হন তিনি। বলেন, ঋষির সঙ্গে টিনা মুনিমের কোনও সম্পর্ক নেই। ঋষি তাকেই ভালবাসেন। এরপরই বন্ধুকে নিয়ে কপূর বাড়ি ছাড়েন সঞ্জয় দত্ত।

এসব বহুকাল আগের ঘটনা। এরকম বহু ঘটনা যেহেতু ‘সঞ্জু’তে রয়েছে তাই সবার কৌতূহল, রাজকুমার হিরানির সিনেমা ‘সঞ্জু’তেও কি এই ঘটনা জায়গা করে নিয়েছে?

যদিও এ বিষয়ে পরিচালক রাজকুমার হিরানির তরফ থেকে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের টানাপোড়েনের গল্পও ‘সঞ্জু’তে নেই ‘ধকধক গার্ল’–এর বিশেষ অনুরোধে।