আজ মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকী


দ্য কিং অব পপ মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ৫০ বছর বয়সে ২০০৯ সালের এ দিনে মারা যান কিংবদন্তী তারকা।
জন্ম ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার এক শ্রমজীবি পরিবারে। মাত্র ৫ বছর বয়সেই গানের সঙ্গে সখ্য। ষাটের দশকে পাঁচ ভাই মিলে গড়ে তোলেন জ্যাকসন ফাইভ। ১৩ বছর বয়সেই বের হয় একক অ্যালবাম। তবে তারকাখ্যাতি এনে দেয় ১৯৮২ সালের অ্যালবাম থ্রিলার।
জ্যাকসন ম্যাজিকে প্রায় চার দশক বিভোর ছিল গোটা বিশ্ব। নাচে গানে মুগ্ধতা ছড়িয়েছেন কোটি ভক্তের হৃদয়ে। দুইবার রক এন্ড রোল হল অব ফেম নির্বাচিত হওয়া এ তারকা, গিনেজ বুক অব রেকর্ডের বিচারেও সর্বকালের সেরা শিল্পী।