মির্জাপুরে বই বিতরণ অনুষ্ঠানে একাব্বর হোমেন এমপি বলেন

তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নতুন প্রজন্মকে এগিয়ে নিবে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ এএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ৫৬৩

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন আধুনিক তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারবে। এই প্রজন্মরাই সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কারিগর হবে।

তিনি বুধবার সকাল ১১টায় সদরের মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একতা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারন অর রশিদ।

এসময় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

একাব্বর হোসেন এমপি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া। সমৃদ্ধ সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান।

এর আগে সকাল ৯ টায় এমপি একাব্বর হোসেন সদরের পুষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

বেলা ১২টায় তিনি পুষ্টকামুরী গ্রামে অবস্থিত আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শফি উদ্দিন মিঞা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

এদিকে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েতহোসেন মন্টু ও মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।