টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, সোমবার, ২১ জুলাই ২০২৫ | ২৩৬

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ  বাংলাদেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সাত দিনব্যাপী ওই বৃক্ষ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এএসএস সাইফুল্লাহ, ফুড টেকনোলজি অ্যান্ড মিউটেশন সাইন্স বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুননেছা বারি, সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদা আক্তার প্রমুখ।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। 

জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগ আয়োজিত সাত দিনব্যাপী মেলায় ৪৭টি স্টল অংশ নিয়েছে।