ঈগলের ভঙ্গিতে উদযাপন করায় সুইজারল্যান্ডের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু


সার্বিয়ার সাথে সুইজারল্যান্ডের ম্যাচে গোল করার পর সুইজারল্যান্ডের দুইজন খেলোয়াড় যে ভঙ্গিতে গোল উৎযাপন করেন তাতে করে ফিফা এখন তদন্ত করছে।
গ্রানিট জাকা এবং জেরডান শাকিরি গোলের পর দুই হাতের তালু দিয়ে উড়ন্ত ঈগলের ভঙ্গি করেন। আলবেনিয়ার পতাকায় দুইমুখের ঈগলের ছবি রয়েছে।
সুইজারল্যান্ডের এই দুই খেলোয়ার কসোভোর আলবেনিয়া জাতিগোষ্ঠীর। আলবেনিয়ার জনগোষ্ঠীর ওপর সার্বিয়ার দমন পীড়ন চলে দীর্ঘদিন যেটা ১৯৯৯ সালে নেটোর সামরিক মধ্যস্থতায় শেষ হয়।
যখন তারা এই ঈগলের ভঙ্গি করেছিল সেটা কারো দৃষ্টি এড়িয়ে যায়নি। সঙ্গে সঙ্গে মাঠে থাকা সার্বিয়ার ভক্তরা দুয়োধ্বনি করতে থাকে।
এদিকে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তাদের ডিসিপ্লিনারি কমিটি গ্রানিট জাকা এবং জেরডান শাকিরির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
একই সাথে সার্বিয়ার ভক্তদের রাজনৈতিক আক্রমণাত্মক বাক্য ব্যবহারের ব্যাপারেও খতিয়ে দেখছে।
ম্যাচের পর সুইজারল্যান্ডের বসনিয়ার বংশোদ্ভুত ম্যানেজার ভ্লাদিমির পেটকোভিচ কে ঔ দুই খেলোয়াড়ের গোল উৎযাপন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "ফুটবল এবং রাজনীতি এক সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক না। তারচেয়ে বেশি দরকার সমর্থক হওয়া এবং শ্রদ্ধা করা"।
এদিকে শাকিরির বুটে কসোভোর পতাকা আঁকা দেখা গেছে।
এই সম্পর্কে তিনি বলেন, "এটা আবেগের বহি:প্রকাশ। আমি খুব খুশি গোল করে। এছাড়া আর কিছু না। আমার মনে হয় এখন এটা নিয়ে কথা বলার দরকার নেই"।