মিরপুরের উইকেট আনপ্রেডিকটেবল: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৪৬৭

স্বাগতিক হিসেবে প্রতিটি দলই বাড়তি সুবিধা পায়। তাদের চাওয়া অনুসারেই উইকেট তৈরি করা হয়। পছন্দের উইকেটে খেলা হলে ঘরের ছেলেরাই বেশি সুযোগ-সুবিধা পাবে সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, মিরপুরের উইকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন।

আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তার আগে শনিবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উইকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মিরপুরের উইকেট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। আমরা সবাই জানি মিরপুরের উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে। আগে থেকে বলা খুবই কঠিন হবে।’