টাঙ্গাইলে গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত


টাঙ্গাইলে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে আব্দুল মান্নান (৪৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন । ২২ জুন শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত আব্দুল মান্নান টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া এলাকার বাসিন্দা। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয় । সে জেলার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসাবে পরিচিত।
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, শুক্রবার রাতে চারাবাড়ি এলাকায় মাদক এবং মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয় । এতে ঘটনাস্থলেই এক মাদক নিহত হয় । পরে পুলিশ খবর পেয়ে শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । নিহত মাদক ব্যবসায়ী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত তার নাম আমাদের তালিকায় টপ লিস্টে রয়েছে । তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকের ৬টি মামলা রয়েছে।