ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২ পিএম, শনিবার, ২৩ জুন ২০১৮ | ৫৭৪

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাও (জিগাও) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক হোসেন উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মানিক টেবিল ফ্যানের লাইন দিতে গেলে সুইচ বোর্ডে তার হাত আটকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।