টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত ১৪


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ১৪ জন আহত হয়েছে। ১৩ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কান্দিলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান সরকারের উপ-সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঈদের ছুটি নিয়ে সিরাজগঞ্জ জেলার প্রায় অর্ধশত চাকুরীজীবি সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটি বাস ভাড়া করে গন্তব্যের লক্ষ্যে যাত্রা শুরু করে ।
দুপুর সাড়ে ১২ টার সময় সদর উপজেলার কান্দিলা নামক স্থানে পৌছালে গাড়িটি পশ্চিম পাশের লেন থেকে পূর্ব পাশের লেনে যাওয়া সময় চাকা পিছলে গিয়ে গাড়িটি উল্টে যায়। আশেপাশের লোকজন আহদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত ব্যক্তিরা হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার টিকরাভিটা এলাকার মো. বেলাল হোসেন (২৫), তার বোন আমিনা আক্তার (১৬), বন্যা আক্তার (১৫), ছোট ভাইয়ের বউ মুক্তি আক্তার (২০) তারা সকলেই গাজীপুরের এপেক্স জুতা কোম্পানীতে চাকুরী করে। একই জেলার শাপলা আক্তার (২০), পান্না আক্তার (২০), ময়না আক্তার (৩১), জয় পাল, সুবর্না আক্তার, রাকিবুল হাসান, চান মিয়া(৫১), বৈলাল হোসাইন (৩৫), জহুরুল ইসলাম (২৪) ও চান্দু মিয়া (৫০)।