টাঙ্গাইলে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | ৯৮২

টাঙ্গাইলের কালিহাতীতে ১২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার মোঃ সুজন সরকার(৩৫) ও মোঃ শহিদুল ইসলাম @ দাউদ (৪২)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সূত্র জানায়,সিপিসি-৩ টাঙ্গাইল কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন উপজেলা সেটেলমেন্ট অফিস (কালিহাতি) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাসহ নগদ ১৮১৮/- টাকা ও ১ টি মোবাইলসহ আসামীদেরকে গ্রেফতার করেন।

আসামীদের জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ জেলা শহরের অন্যান্য এলাকায় মাদকের খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।