পাঁচ পলাতক আসামী গ্রেপ্তার
মাদক ব্যবসায়ীর ১০ মাসের কারাদন্ড


টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ৫ জন পলাতক আসামীকে গ্রেপ্ততার করছে থানা পুলিশ। আরেকজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১০ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পলাতক আসামীরা হলেন, উপজেলার ঘাটান্দী গ্রামের আনন্দ বেপারীর ছেলে মো. রফিক, মো.আব্দুল হাকিমের ছেলে মো. মমিনুর হক ওরফে মমিন, পশ্চিম ভূঞাপুর গ্রামের সাইদুল ইসলাম তরফদারের ছেলে সুমন ওরফে আমিনুল ইসলাম, মাইজ বাড়ী গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. আব্দুল কাদের, গোবিন্দাসী পূর্ব পাড়ার জামাল আকন্দের ছেলে শহীদ আকন্দ ওরফে শহীদুল।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হলেন, ঘান্টাদী গ্রামের মৌলভী আব্দুল জলিলের ছেলে মো. আব্দুস ছাত্তার খান শাহিনুর (২৮)।
জানা যায়, বুধবার (১৩ জুন) থানা ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়ার নির্দেশক্রমে পুলিশের কয়েকজন (এসআই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানা এই আই মো. লিটন এশিয়ানবার্তা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী ছাত্তার কে ১০ দশ মাসের কারাদন্ড প্রদান করে উভয় আসামীদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।
