কৃষির আধুনিকায়নে দেশে খাদ্য সমস্যার সমাধান হয়েছে -একাব্বর হোসেন এমপি


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন কৃষির আধুনিকায়নের মাধ্যমে দেশে খাদ্য সমস্যার সমাধান হয়েছে। এই অবস্থা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় যুব দিবস ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সাইফুল ইসলাম, কৃষি অফিসার মো. মশিউর রহমান, লতীফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া প্রমুখ।
এমপি একাব্বর হোসেন বলেন যুবকরাই দেশের মুল চালিকা শক্তি। তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে। সরকার দেশের যুব সমাজকে জনশক্তিতে পরিনত করতে কাজ করে যাচ্ছে।
পরে প্রধান অতিথি ২৫০ জন কৃষকের মধ্যে সার ও বীজ এবং যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ করেন।