নাগরপুরে জাতীয় যুব দিবস পালিত

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৮ পিএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ৫৩৬

“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস ২০১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুর আলমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখ।

এ সময় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে ঋণ বিতরন করা হয়।