স্ট্যাবিলাইজার কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ এএম, বুধবার, ৬ জুন ২০১৮ | ৪৫৯

টাঙ্গাইলের কালিহাতীতে নকল স্ট্যাবিলাইজার কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার।

(৫ জুন) মঙ্গলবার উপজেলার বাগুটিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিকেলে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন যাবৎ ওই কারখানায় এলজি ও এনার্জি সেভ নামে অনুমোদন বিহীন নকল স্ট্যাবিলাইজার তৈরী করে আসছিল। প্রশাসন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা আদায় করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার জানান, উপজেলার বাগুটিয়া বাজারে এনার্জি সেভ পাওয়ার নামের একটি ব্যান্ড খুলে নকল স্ট্যাবিলাইজার তৈরী করতো।

ওই ব্যান্ডের অনুমোদন না থাকায় কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কারখানার মালিক রুবেল কে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদন না আনা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।