বেনাপোল সীমান্ত ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল আটক করছে। তবে এসময় কোন চোরাচালানকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান ভ্যানে করে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের জেলে পাড়ায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেন্সিডিল জব্দ করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। পাচারকারীকে ধাওয়া করলে সে ভ্যান ফেলে পালিয়ে যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) আটকের বিষয় নিশ্চত করে জানান, “বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক ফেন্সিডিল খুলনা ২১ ব্যাটালিয়নে জমা দেওয়ার হবে।
/নাজমুল হোসেন