বাড়ির উঠানে লিচু চাষ করে শফিকুলের সফলতা


বগুড়ার নন্দীগ্রামে বাড়ির উঠানে শখের বসে লিচুর চাষ করে সফলতা পেয়েছেন শফিকুল ইসলাম। সরজমিনে গিয়ে জানাযায়, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের মৃত: সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম কয়েক বছর পূর্বে বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি নিজ বাড়ির উঠানে ২টি চায়না-৩ জাতের লিচুর চারা রোপন করেন।
সঠিক পরিচর্যায় গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠে। গত ২বছর ধরে সেসব গাছে লিচু ধরা শুরু করে। শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অনেকটা শখের বসেই লিচুর চারা গুলো রোপন করি। সঠিকভাবেই চারা গুলো বেড়ে উঠে অল্প সময়েই লিচু ধরা শুরু করে। এবার আবহাওয়া ভালো থাকায় ও সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করায় অনেক লিচু ধরে।
ইতি মধ্যে লিচু বিক্রি করা হয়ে গেছে। বাজারে অন্যান্য লিচুর কম দাম থাকলেও তিনি তার চাষ করা লিচু প্রতি শ ৪০০ টাকা দরে ২টি গাছ থেকে প্রায় ২০ হাজার টাকার লিচু বিক্রয় করে বলে জানান। তিনি আরো জানান, গত বছর তিনি প্রায় ১৬ হাজার টাকার লিচু বিক্রয় করেছিলেন। এ জাতের লিচু অনেক সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি।
এদিকে বাড়িতে খাওয়ার পাশাপাশি বিক্রয় করে তার সংসারে বাড়তি আয় হচ্ছে বলে জানান তিনি। লিচু বছরে একবার ধরলেও খরচ কম তাই লিচু চাষে লাভ বেশি।
শফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে যে কেউ লিচু চাষ করে পারিবারিক চাহিদা মিটিয়ে সংসারে বাড়তি আয় করতে পারবেন। ভবিষ্যতে কৃষি অফিসের সহযোগিতা পেলে বানিজ্যিকভাবে লিচুর বাগান গড়ে তুলবেন বলে তিনি যোগ করেন।