বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩ এএম, রোববার, ২৭ মে ২০১৮ | ৪৫৫
বগুড়ায়  ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুলতান (২৪) নামের এক ইজিবাইক চালক খুন হয়েছে।

শনিবার (২৭ মে)দিবাগত রাতে শহরের মালতিনগর ষ্টাফ কোয়াটার  এলাকায় এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়।
 
জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর ষ্টাফ কোয়াটার এলাকায় স্থানীয় একটি চিহ্নিত ছিনতাই চক্রের সদস্যদের উপুর্যুপরি ছুুরিকাঘাতে নিহত হন ইজিবাইক চালক সুলতান।
 
এব্যাপারে  স্থানীয় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ইজিবাইক ছিনতাই করার জন্যই এর চালক সুলতানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা । এতে করে সুলতানের বুকের বাঁ পাশে একটি ছুরির আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

এব্যপারে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় ম্যাজিষ্ট্রেট ও জেলা পুলিশের দায়িত্বশীলদের বাস ভবন থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবত এলাকায় চুরি ছিনতাই এবং মাদকের রমরমা ব্যবসা চলছিল ।

দীর্ঘদিন যাবত একই পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বে পালনে অবহেলার কারনে মোহাম্মদ আলী হাসপাতাল ও এর আশ পাশের এলাকায় গত এক বছরে প্রায় এক ডজন মোটর সাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে  বলেও  অভিযোগ উঠেছে।

এব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ দায়েরের পরেও পুলিশ ওই সব ঘটনায় নিরপেক্ষ তদন্ত না করেই দায়সারা গোছের তদন্ত চালিয়ে তাদের কর্তব্য শেষ করে থাকেন।

এলাকাবাসী জানান, স্থানীয় একটি খুনি সন্ত্রাসী গ্রুপের বিষয়ে ওকিবহাল থাকা সত্ত্বেও সখ্যতা থাকার কারনে ওই ফাঁড়ী পুলিশ প্রকৃত খুনি ছিনতাইকারীদের আটকে আগ্রহ না দেখিয়ে নিরীহ লোকজনকে হয়রানি করে আসছিলেন । ফলে তাদের চক্রান্তের ক্ষপ্পরে পরে অনেক নিরীহ লোকজন পুলিশী হয়রানির শিকার হয়ে থাকেন ।

সম্প্রতি একজন অব. সেনা কর্মকর্তাসহ গত কয়েক মাসের ব্যবধানে ২টি হত্যাকান্ড সহ শনিবার রাতে সুলতান নামের ওই ইজিবাইক চালক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংস হত্যাকান্ডের শিকার হলেন।