শেখ হাসিনার মনোনিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ফজলুর রহমান খান ফারুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, বুধবার, ২৩ মে ২০১৮ | ১০৫৬

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যে এলাকায় যাকে মনোনয়ন দিবে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে নৌকা মার্কায় কাজ করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্ব মানতে হবে, তার নির্দেশ সাদরে গ্রহন করে নেতাকর্মীদের মধ্যে ঐক্যর বন্ধন অটটু রাখতে হবে। দলের মধ্যে কোন বিবেদ রাখা যাবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করা কার্যালয় তৃনমূল ভবন এর শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দো’আ মাহ্ফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেন, আমার এই তৃণমূল ভবন সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আমি সব সময় তৃণমূল মানুষের পাশে আছি থাকব। কাজেই আপনারা কোন সংকোচ না করে আমার কাছে আসবেন। আপনারা যাতে আমার সাথে যে কোন বিষয়ে কথা বলতে পারেন এ জন্যই আমার এই তৃণমূল ভবন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনির, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।