মাথা গোঁজার ঠাঁই পেল মধুপুরের দরিদ্র রাশিদা


পলিথিন মোড়ানো ঘরের মধ্যে চলছিলো জয়েন উদ্দিন ও রাশিদা দম্পতির সংসার জীবন। ভাঙ্গা ঘরের পলিথিনের ছাউনি ও বেড়ার মধ্যে অভাবের সংসারে পড়া লেখা করছে ছেলে মেয়েরা। দাম্পত্য জীবনে রাশিদা বেগমের ২ পুত্র ও ২ কণ্যা সন্তান। জীবন সংগ্রামে চলছে তাদের সংসার। এমন খবরে তাদের পাশে দাড়িয়ে ঘর নির্মাণ করে দিচ্ছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শনিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে ঘরের টিন, সিমেন্টের খুঁটি সহ সকল জিনিসপত্র নিয়ে হাজির হন কর্নেল আজাদ ও তার সমর্থক গোষ্ঠীর বিএনপি’র নেতা ও কর্মীরা।
ঘরের মালিক রাশিদা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, ঝড়,বৃষ্টির দিনে শত কষ্টে দিন পার করছি। এই খবর পেয়ে কর্নেল আজাদ স্যার আমাকে একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন, এতে আমি ও আমার পরিবার খুশি।
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ জানান, 'আমাদের প্রিয় নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ইতোমধ্যে জনগণের সামনে একটি মানবিক রাষ্ট্র কাঠামোর রূপরেখা তুলে ধরেছেন। সেই সাথে আমি সেই রাষ্ট্র কাঠামো থেকেই অসহায় জনগনের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খার নিয়ে কাজ করে যাচ্ছি। অসহায় রাশিদার বাড়ীতে একটি ঘর নির্মাণ করে দিতে পেরে খুশি হয়েছি।
মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান লুল্লু, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, কোন নেতা বা সরকারী কর্মকতাও খোঁজ নেয়নি দরিদ্র রাশিদার। কিন্তু খবর পেয়েই কর্নেল আজাদ ঘর করে দিচ্ছেন। শুধু এই কাজই নয় দীর্ঘ বছর যাবত মধুপুর-ধনবাড়ী উপজেলার অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা,পড়ালেখা ও গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। এমন কাজে কর্নেল আজাদ কে আমরা এলাকাবাসী ধন্যবাদ জানাই।
এসময় ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।