আফজালপুর চরে
যমুনায় জেগে উঠা প্রত্যন্ত চরের বসতিরা পেল ত্রাণ সহায়তা


যমুনা নদীর তীরে জেগে উঠা একটি প্রত্যন্ত গ্রাম আফজালপুর। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ওই গ্রামে বসবাসকারী অসহায় মানুষেরা সরকারি বা বেসরকারি কোন ত্রাণ সহায়তা পায়নি বলে জানান স্থানীয়রা।
আর এ তথ্যটি জেনে ওইসব অবহেলিত মানুষের ত্রাণ সহায়তায় এগিয়ে আসে যুক্তরাজ্যস্থ টাঙ্গাইল সমিতি। টাঙ্গাইল প্রেসক্লাবের সহযোগিতায় বুধবার আফজালপুর চরের মানুষ প্রথমবারের মত ত্রাণ ও নগদ অর্থ সহায়তা পেলেন।
কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জাফর আহম্মেদ, সাধারন সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল ইসলাম মওলা এবং কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ।
এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেতুপূর্ব ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী রিপন, সময়টিভির কাদির তালুকদার, ডিবিসি টিভির সোহেল তালুকদার, নিউজটোয়েন্টিফোর টিভির আতিকুর রহমান, এশিয়ান টিভির মোস্তফা প্রমুখ।
কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের ত্রাণ পাওয়া অসহায় এসব মানুষরা জানান, জেলা সীমান্তবর্তি ও যমুনা নদী তীরবর্তি হওয়ায় আমাদের খোঁজ নেয়না কেউ। অনেক কষ্টে দিন কাটে আমাদের। প্রথমবারের মত ত্রাণ সহায়তা পেলাম।