টাঙ্গাইলে বিশ্ব জলাতঙ্ক দিবসে ফ্রি ভ্যাক্সিনেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২৮

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা এবং কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাক্সিনেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। 

রোববার সকালে ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের ফ্রি ভ্যাক্সিনেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারী অফিসার ডা. রৌশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. মো. শাহীন আলম। 

এ সময় বিভিন্ন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারী সার্জনসহ বিভিন্ন শ্রেণীর পেশার মালিকরা উপস্থিত ছিলেন। শেষে জলাতঙ্ক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলায় তিন শতাধিক কুকুর ও বিড়ালকে ফ্রি ভ্যাক্সিনেশন করা হয়।