ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০ এএম, বুধবার, ২৩ মে ২০১৮ | ৪৬২
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বলাকা উদ্যান কুমিল্লা হাড়ির পাশে প্রাণ কোম্পানির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
বুধবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। রাজু মিয়া (৩৫) দিনাজপুর জেলার বিরল থানার মো. খায়রুল ইসলামের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী রাজু মিয়া ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।