মির্জাপুরে ২শ ২১ টি পুজামন্ডপে দুর্গোতসবের প্রস্তুতি


টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছর দানবীর রণদ প্রসাদ সাহার নিজ বাড়ি সহ ২শ ২১ টি পুজামন্ডপে দুর্গোতসবের প্রস্তুতি দ্রত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই পুজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা পুজা উদজাপন পরিষদ সভাপতি অতুল প্রসাদ পোদ্দার জানিয়েছেন।
মির্জাপুর পৌর এলাকায় সর্বাধিক ৪৩ টি পুজামন্ডপে পুজার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উপজেলার সবচেয়ে বড় এবং জাকজমকপুর্ণ পুজামন্ডপটি হচ্ছে এশিয়াক্ষাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পুজামন্ডপটি।
এই পুজামন্ডপটিতে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, কুটনৈতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গের পদচারনায় মুখরিত হয়ে উঠে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অতুল প্রসাদ পোদ্দার বলেন প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় এবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মির্জাপুরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে বলে আশাকরা হচ্ছে।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন পুজা উদযাপন কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় সংখ্যক পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগ করে পুলিশের উপস্থিতি নিশ্চিত করে শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে।