শীতকালীন ব্যাডমিন্টন টুনামের্ন্টে জয়ী আলোকিত প্রজন্ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০১৭ | ১২৩৮

হাউজিং স্পোটিং ক্লাবের আয়োজনে প্রতিবারের মতো এবারো শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

শীতকালীন ব্যাডমিন্টন টুনামের্ন্টে এ আলোকিত প্রজন্ম জয়ী হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় টুর্নামেন্টের ৮ তম দিনের ম্যাচে অংশ নিয়ে র্থী স্টার কে ২-০ সেটে হারিয়ে আলোকিত প্রজন্ম জয় লাভ করে। 

টাঙ্গাইল হাউজিং মাঠে এ টুনামের্ন্ট অনুষ্ঠিত হয়। আলোকিত প্রজন্ম এর পক্ষে খেলায় অংশ গ্রহন করেন সাকিল ও শরণ।

জয়ী সাকিল ও শরণকে অভিনন্দন জানিয়েছেন আলোকিত প্রজন্ম এর সম্পাদক মোঃ পারভেজ হাসান।