ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা: নিহত ১
ঠাকুরগাও রুহিয়া সড়কের বুড়িরবাধ ব্রীজের কাছে ট্রাকের চাকায় পিস্ট হয়ে আবু হোসেন (৪৫) নামে এক ব্যাক্তির নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় এই দুর্ঘটনা ঘটে।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী আবু হোসেন মঙ্গলবার বিকেল নিজ মটর সাইকেল যোগে ঠাকুরগাও শহরে যায়।
রাত মটর সাইকেলে বাড়ি ফিরার সময় বুড়িরবাধ ব্রীজের কাছে পৌছলে বিপরীত যোগ থেকে আসা একটা ট্রাক তাকে চাপা দিলে তার মটর সাইকেলটি দুমড়ে মুড়চে যায়। এতে ঘটনাস্থলে তার মৃতু্য হয়।
পরে প্রত্যক্ষদর্শীরা রাসৃতায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য ঠাকুরগাও সদর থানায় নিয়ে আসে।
ঠাকুরগাও সদর থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
