বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে
আজ মুখোমুখি রাশিয়া-ক্রোয়েশিয়া
রাশিয়া বিশ্বকাপে চমক দেখিয়েছে রাশিয়া ও ক্রোয়েশিয়া। রাশিয়া অপ্রত্যাশিত ভালো খেলছে এবারের বিশ্বকাপে। অন্যদিকে, ক্রোয়েশিয়াও আছে দুর্দান্ত ফর্মে। আর এই দুই দেশ মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ম্যাচটি শুরু হবে আজ রাত ১২টায়।
এই দু'টি প্রতিপক্ষ খুব বেশি মুখোমুখি হয়নি। ২০০৮ ইউরোর বাছাইপর্বে দেখা হয়েছিল তাদের। সেবার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। অন্যদিকে ২০১৫ সালে তারা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। রাশিয়া প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ হেরেছে।
শেষ ষোলো পেরিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রাশিয়া। স্পেনের মতো দলকে শেষ ষোলো থেকে বিদায় করে দিয়ে তারা রীতিমতো উজ্জীবিত। অন্যদিকে, আর্জেন্টিনার মতো দলকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে আসে ক্রোয়েশিয়া। সেখানে ডেনমার্কের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে এসেছে।
