রোহিঙ্গারা বাংলাদেশে ভোটার হতে পারবেনা -প্রধান নির্বাচন কমিশনার

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৮:০৭ পিএম, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫৬৬

প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা বলেছেন রোহিঙ্গারা কোন অবস্থাতেই যাতে বাংলাদেশে ভোটার হতে না পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহন করবে বলে বিশ্বাস তার।

এখন পর্যন্ত কোন দল তার কাছে বলেননি তারা নির্বাচনে অংশ নিবেননা। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে তিনি আরো বলেন, সকল দল চাইলে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহন করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, এখন পর্যন্ত সব দলের সাথে সংলাপ শেষ হয়নি। তবে যে কয়েকটি দলের সাথে সংলাপ হয়েছে তারা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।


তিনি বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের ১৬টি জেলার জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনসহ নির্বাচনে সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে দুপুরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।