ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে মিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৮ পিএম, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | ৪৭৪

“ দিন বদলের বইছে হাওয়া শিক্ষাই আমার প্রথম চাওয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিভাবে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। ২০১৯ সালের নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসিত মিক্ষার্থীরা।

মঙ্গলবার (০১ জানুরায়ী) গোবিন্দাসী হাই স্কুল মাঠে সকাল ১১টায় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মুজাহীদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, রাজিয় সুলতানা ইন্সট্টাক্টর ইউআরসি ভূঞাপুর, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, শাহজামাল, রেজাউল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা।

এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষার্থীদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।