টাঙ্গাইলে ঘুষ নেয়ার সময় পেশকার আটক

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৬:২৫ পিএম, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৮৯২

টাঙ্গাইলে ঘুষ গ্রহণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার জাকির হোসেনকে হাতেনাতে আটক করেছে দুদক। 
দুদকে'র এই উদ্যোগকে ধন্যবাদ জানাই।

প্রত্যাশা রইল আসল ঘুষখোর, দূর্নীতিবাজ রাঘব বোয়ালরাও ধীরে ধীরে আটক হবে। সাধারন মানুষের ভোগান্তি কমবে। আসুন সকলেই অনিয়ম আর দূর্নীতি দূর করতে ঐক্যবদ্ধ হই।

১৩ সেপ্টেম্বর বুধবার সকালে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সংলগ্ন মজা হোটেল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেনকে আটক করা হয়।

টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার দাস জানান, স্বপন মিয়ার একটি ব্যাংক চেক হারিয়ে যায়। এক পথচারী চেকটি পেয়ে চেকের মধ্যে ২৬ লাখ টাকার অংক বসিয়ে চেকটি উত্তোলন করতে যায়। 
স্বপন চেক হারানোর বিষয়টি যেকোনভাবে জানতে পেরে ব্যাংকে অবহিত করলে ব্যাংক থেকে টাকা উত্তোলন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

এরপর চেকটি পাওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর মামলা করা হয়। চেক পাওয়ার বিনিময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেন চেকপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। 


সেই প্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর বুধবার ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় টাঙ্গাইল বার সমিতি সংলগ্ন মজা হোটেল থেকে তাকে দুদকের একটি টিম হাতেনাতে আটক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অসদাচরণের দায়ে আটক পেশকার জাকির হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)ধারায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।